মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী এখনো ধরা পড়েনি, প্রশ্ন তুললেন তারেক রহমান

১২ জুলাই ২০২৫ - ১৪:৫১ অপরাহ্ণ
 0
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী এখনো ধরা পড়েনি, প্রশ্ন তুললেন তারেক রহমান

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বর্বর হত্যাকাণ্ডের প্রকৃত অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, “সরকার কি এ ঘটনায় পরোক্ষভাবে সহযোগিতা করছে?”

শনিবার (১২ জুলাই) ঢাকার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভায় শহীদ ১৪২ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’–এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন।

সভায় নিহতদের স্বজনরা দ্রুত বিচার এবং আহতদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জানান, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো—কিন্তু এখনো তা দেখা যাচ্ছে না।

তারেক রহমান বলেন, “স্বৈরাচার পতনের মধ্য দিয়ে শুধু দৃশ্যমান শত্রু হটানো যায়, কিন্তু ষড়যন্ত্র সবসময় ছায়ার মতো লেগে থাকে। আজ সেই অদৃশ্য শক্তি আবার প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, “কোনো অপরাধী বা অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, বিএনপি কোনো পক্ষকেই রক্ষা করবে না। রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা মানুষের অধিকার ও শহীদদের আত্মত্যাগের যথার্থ বিচার নিশ্চিত করবো।”

এছাড়া, তিন মাস আগেই বিএনপির পক্ষ থেকে "জুলাই সনদ" প্রসঙ্গে তাদের অবস্থান জানানো হলেও সরকার এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক হিসাব?”