সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫ - ০৮:০৭ পূর্বাহ্ণ
 0
সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিচ তলায় নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগে থেকে বলার সুযোগ নেই।

তিনি বলেন, তথ্য প্রদানের পর ডেটাবেজে এনআইডি নম্বর জেনারেট হতে কিছুটা সময় লাগে, যা সম্পূর্ণ সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়া।  অনুমোদন হয়ে গেলে এবং নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই তার এনআইডি প্রস্তুত হয়ে যাবে। 

আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় হওয়ায় তারেক রহমানের এনআইডি প্রাপ্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে নির্বাচন কমিশন।

সম্প্রতি ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের প্রার্থী হওয়ার প্রাথমিক শর্ত অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক হওয়ায় গত বৃহস্পতিবার দেশে ফিরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) তিনি সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। ইতোমধ্যে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।