হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু: আলোচনায় এক বছর আগের একটি ইনস্টাগ্রাম পোস্ট
পাকিস্তানের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরকে সম্প্রতি করাচির একটি ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৮ জুলাই, মঙ্গলবার দুপুর তিনটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু কীভাবে এবং কখন এই মৃত্যু ঘটে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত্যুর সময় থেকে অন্তত ১৫ থেকে ২০ দিন আগে তিনি মারা গেছেন। প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন ধরে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং কাউকে আসতে-যেতে দেখা যায়নি। বাড়ির মালিক বাসাভাড়ার জন্য বারবার ফোন করলেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ দানা বাঁধে। অবশেষে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
হুমাইরা আসগর প্রায় এক যুগ ধরে মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও টেলিভিশন রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এছাড়া ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘জালিবি’-তেও অভিনয় করেন তিনি। তবে গত কয়েক বছরে তাঁর ক্যারিয়ার তেমন অগ্রগতি পায়নি বলে জানা গেছে।পেশাগত জীবনে অনিশ্চয়তার সময় হুমাইরা নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন। জানা যায়, তিনি অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন এবং একাকীত্বে ভুগছিলেন। নিজের জীবন নিয়ে দোটানায় ছিলেন তিনি, এমনটাই ইঙ্গিত মেলে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু পোস্টে।
হুমাইরার মৃত্যুর ঠিক একদিন আগে, অর্থাৎ ৯ জুলাই ২০২৪-এ, ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন তিনি। ওই পোস্টে আটটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘তোমার মুখ সব সময় সূর্যের দিকে রাখো, তাহলেই ছায়াগুলো তোমার পেছনে পড়বে।’ পোস্টের সঙ্গে ছিল একটি ভালোবাসার ইমোজিও। তাঁর কথাগুলো যেন জীবনবোধের সঙ্গে এক ধরনের আত্মপ্রত্যয়ের প্রকাশ ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে হুমাইরা খুব বেশি সক্রিয় ছিলেন না। তবে প্রতি মাসেই তিনি কিছু না কিছু শেয়ার করতেন। বেশিরভাগ সময় মডেলিংয়ের ছবি কিংবা সংক্ষিপ্ত অনুভবমূলক স্ট্যাটাস প্রকাশ করতেন। একবার লিখেছিলেন, ‘আমি নিখুঁত ভয়হীন থাকি প্রতিদিন। যেন দারুণ একটা মেয়ের ভাইব।’হুমাইরা করাচির এক ফ্ল্যাটে একা বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ ছিল ন্যূনতম। তাঁর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করাচি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মৃত্যু স্বাভাবিক না কি কোনো অপরাধ সংশ্লিষ্ট, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।’
এদিকে, হুমাইরার মৃত্যু ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ৩৬৪ দিন আগের তাঁর সেই আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনায় উঠে এসেছে, যেন জীবন ও মৃত্যুর সীমারেখা আঁচ করতে পেরেছিলেন তিনি।