গল টেস্টে বৃষ্টির হানা অব্যাহত, প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২৪৭ রান

২১ জুন ২০২৫ - ০৯:১৭ পূর্বাহ্ণ
 0
গল টেস্টে বৃষ্টির হানা অব্যাহত, প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২৪৭ রান

গল টেস্টে শেষ দিনে বৃষ্টি আবারও খেলায় বিঘ্ন ঘটিয়েছে। পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধীরে সুস্থে খেললেও দুর্ভাগ্যবশত রান আউট হয়ে হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন মুশফিকুর রহিম। তিনি ৪৯ রানে থেমে যান, আর অপরপ্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৬৮ বল মোকাবিলা করে ৮৯ রানে অপরাজিত রয়েছেন।

চতুর্থ দিন শেষে ৫৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। শনিবার (২১ জুন) টেস্টের শেষ দিনে, বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১৯ ওভার ব্যাট করে বাংলাদেশ এক উইকেট হারিয়ে সংগ্রহ করেছে আরও ৬০ রান।

দিনের শুরুতে মুশফিক ও শান্ত ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু ৭৫তম ওভারের শেষ বলে মিড অন অঞ্চলে বল ঠেলে এক রান নিতে গিয়ে ডিরেক্ট থ্রোয়ে রান আউট হয়ে ফেরত যান মুশফিক। মাত্র এক রানের জন্য অর্ধশতক পূর্ণ হয়নি তার।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, গলে ফের বৃষ্টির দেখা মিলেছে এবং মাঠ পুরোপুরি কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।