নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, পানিবন্দি শহরবাসী

৯ জুলাই ২০২৫ - ০৭:৫৯ পূর্বাহ্ণ
 0
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, পানিবন্দি শহরবাসী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় টানা ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ অতিবর্ষণ ঘটে, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।

প্রচণ্ড বৃষ্টিতে নোয়াখালী পৌর শহরের বেশিরভাগ এলাকায় পানিতে তলিয়ে গেছে সড়ক ও নিচু ঘরবাড়ি। স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিং, মাস্টারপাড়া ও উকিলপাড়াসহ প্রায় সব এলাকায় হাঁটুসমান পানি জমেছে। 

নিচতলার ঘর ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে পড়ায় ঘরবন্দি হয়ে পড়েছে স্থানীয়রা। পানির সঙ্গে সড়কে তৈরি খানাখন্দ মিলিয়ে শহরের রাস্তাগুলো এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বৃষ্টির কারণে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলমান অর্ধবার্ষিক পরীক্ষা মঙ্গলবার রাতে মৌখিক নির্দেশে স্থগিত ঘোষণা করেছে জেলা শিক্ষা কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিন এভাবেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে শহরের পাশাপাশি সদর, কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলাগুলোতেও স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।