ইসরায়েলি প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবি স্বরা ভাস্করের

২৪ জুন ২০২৫ - ১১:০৮ পূর্বাহ্ণ
 0
ইসরায়েলি প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবি স্বরা ভাস্করের

বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকাশ্যে সহানুভূতি জানিয়ে আসা এই অভিনেত্রী এবার আরও কড়া ভাষায় নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের সংসদ সদস্য ক্লদিয়া ওয়েবের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্বরা বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় হুমকির নাম ইসরায়েল।” তিনি আরও উল্লেখ করেন, “শান্তি বিঘ্নিত করার দায়ে নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।”

এই পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন স্বরা, যা তার আগের সব বক্তব্যেরই ধারাবাহিকতা। ইতিপূর্বে গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে বহুবার সোচ্চার হয়েছেন তিনি। এমনকি মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত ফিলিস্তিন সংহতি সমাবেশের প্রচার চালানোর জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে সমালোচনার পরও নিজের অবস্থানে অটল থাকেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে ফিলিস্তিনের সমর্থনে একটি অনুষ্ঠানের পোস্টারও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা, যা ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার এই দৃঢ় অবস্থানকে কেউ কেউ নিঃসংকোচে ‘সাহসী’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এর বিপরীতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে একথা নিশ্চিত—ফিলিস্তিনি ইস্যুতে স্বরা ভাস্কর আপসহীন এবং স্পষ্ট অবস্থান নিয়ে অব্যাহতভাবে সরব রয়েছেন।