একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় মোট ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ২৪ জুন পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা। এ অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ থাকবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, বিদেশি ঋণের মাধ্যমে পাওয়া যাবে ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে থাকবে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো বিভিন্ন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতের পাশাপাশি টেকসই উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।