যুদ্ধ থামাতে চায় ইসরায়েল, ইরানকে দেওয়া হয়েছে প্রস্তাব

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে চায় ইসরায়েল।
সূত্র জানায়, যুদ্ধ বন্ধে ইসরায়েল ইতোমধ্যে এক প্রস্তাবনা তৈরি করেছে এবং তা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানকে জানানো হয়েছে। বিশেষ করে ওয়াশিংটনের আরব মিত্রদের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেই তেহরানকে প্রস্তাবটি পৌঁছানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় যাতে আর বড় পরিসরের সংঘাত না ছড়িয়ে পড়ে, সে কারণেই ইসরায়েল এই উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ এসেছে, যা অঞ্চলটির স্থিতিশীলতার দিক থেকে তাৎপর্যপূর্ণ।
এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কূটনৈতিক মহলে আলোচনা চলছে, ইসরায়েলের এই উদ্যোগ ভবিষ্যৎ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যেতে পারে তা নিয়ে।