বাংলাদেশে বিভক্তি সৃষ্টির অনেক চেষ্টা হচ্ছে : ফখরুল

৩ আগস্ট ২০২৫ - ১৪:১২ অপরাহ্ণ
 0
বাংলাদেশে বিভক্তি সৃষ্টির অনেক চেষ্টা হচ্ছে : ফখরুল

বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রোববার (০৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমাদের পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে বাংলাদেশে আক্রমণের হুমকি দিচ্ছে। কেবল তাই নয়, তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা আর কোনোদিন এ দেশে ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেব না। এ বিষয়ে সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে। কারো কাছে মাথা নত না করার শপথ নিতে হবে। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।

কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়েছে। শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন মোড় এবং সামনের দিকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে এই সমাবেশে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও হাতে দলীয় পতাকা রয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ছাত্র সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।