খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বাসায় চলবে চিকিৎসা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১৮ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর বুধবার (১৮ জুন) বেগম জিয়া প্রথমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান। তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সেদিন রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন।
চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চেকআপে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন ডা. জোবাইদা রহমান। এ সময় তারেক রহমান নিয়মিত মায়ের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি।