৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল হায়দার

আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এমনটা জানিয়েছেন তিনি।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, দেশব্যাপী যে সমস্যা, সংকট, নৈরাজ্য তার একমাত্র সমাধান নির্বাচন। এটা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ-সময় ঘোষণা করবেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি- এক বছর আগে যে পরাজিত ও ফ্যাসিস্ট শক্তি উৎখাত হয়েছে তাদের কোনোভাবে পুনর্বাসনের সুযোগ আমরা দেবো না। আমাদের এই ঐক্যবদ্ধ শক্তির দ্বারা সেই ফ্যাসিস্ট শক্তিকে চিরতরে নির্মূল করে নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্বাসিত করা এবং একটি সরকার কায়েম করাই আজ আমাদের একমাত্র লক্ষ্য।