আমাদের ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না: হাসনাত

আমাদের ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) বেলা ১১টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন।
এর আগে দেয়া এক পোস্টে আজকের কর্মসূচির বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক লিখেন, ‘তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতার গণ-অবস্থান।’
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে শুক্রবার সকালে সেখান থেকে শাহবাগে মিছিল নিয়ে এসে অবস্থান নেন হাজারো মানুষ। বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়ে শুরু হয় ‘শাহবাগ ব্লকেড’।
এই আন্দোলনে বিএনপি ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই সমর্থন জানিয়ে অংশ নিয়েছে। তবে জামায়াত-শিবির নেতাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।