কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

৩০ এপ্রিল ২০২৫ - ১১:৩১ পূর্বাহ্ণ
 0
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

কলকাতা শহরের বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে আগুন লাগে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিশু, একজন নারী এবং ১১ জন পুরুষ। 

রাতে আগুন লাগার খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

kolkata-20250430085833

ঘটনাস্থলে ভোর ৩টা পর্যন্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ বর্মা এবং রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা উপস্থিত ছিলেন ।

প্রবল ধোঁয়ার জেরে কার্যত হোটেলটি ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয়। যার ফলে হোটেলের ভেতরে দমকল কর্মীরা ঢুকতে পারছিলেন না। তারা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানলা ভেঙে সেখানে দিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করেন। হোটেলে যারা আটকে ছিলেন তাদের মধ্যে অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

কীভাবে আগুন লাগলো, কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। 

বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। 

হোটেলে ছিলেন রাজ্যের এবং ভিন্‌রাজ্যের বাসিন্দারা। হোটেলটিতে কমপক্ষে ৪৭টি ঘর ছিলো। প্রায় প্রত্যেকটি ঘর ভর্তি ছিলো। প্রবল ধোঁয়ার কারণে হোটেলের ভেতর ঢুকতে দমকল কর্মীদের অনেক সময় লাগে।