আফগানিস্তানে পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

১২ নভেম্বর ২০২৫ - ১২:১৯ অপরাহ্ণ
 0
আফগানিস্তানে পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

দেশে ধারাবাহিক সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক হামলাগুলো পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ককে নতুন করে উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।

খাজা আসিফ অভিযোগ করেন, আফগান তালেবান সরকারের আশ্রয় ও সহায়তায় পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, সীমান্তের ওপারে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

একই সঙ্গে ভারতকে উদ্দেশ করে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “আমাদের মাটিতে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ ও কঠোর জবাব দেওয়া হবে।”

এর আগের দিন ইসলামাবাদ জেলা আদালত প্রাঙ্গণে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে।

ক্রমবর্ধমান এসব হামলার পর গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে পাকিস্তান প্রশাসন।