মহেশপুর সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোড়া গুলিতে ওবাইদুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ৪৮নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরে নিহতের ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও জানান, ৫/৭ জন গিয়েছিলো ভারতে গরু আনতে। সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
মহেশপুর-৫৮ বিজিবির সিও রফিকুল আলম জানান, যাদবপুর সীমান্তে ২০০গজ দুরে ভারতের অভ্যান্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে জানতে পেরেছি। এ ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে সকল তথ্যে জানাত পারবো।
এদিকে, ভারতের অভ্যান্তরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।