ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ৩৫৭২ মামলা

২৬ জুলাই ২০২৫ - ১১:১৪ পূর্বাহ্ণ
 0
ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ৩৫৭২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে দুই দিনে ৩ হাজার ৫৭২টি মামলা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার (২৪-২৫ জুলাই) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পৃথক এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপি জানায়, দুই দিনের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ৫৭২টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ৫১০টি গাড়ি ডাম্পিং ছাড়াও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।