উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন। চার দিনের এই সফরসূচিতে থাকছে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
চিঠিতে আরও জানানো হয়, সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সফরসূচিতে যা আছে—১১ জানুয়ারি ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাতযাপন; ১২ জানুয়ারি বগুড়া, রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে রাতযাপন; ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাতযাপন; ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় প্রত্যাবর্তন।
এদিকে, আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে যাবেন তিনি। মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।