ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে মৃত্যুজনিত কারণে তার মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেখানে প্রতিবারই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।