এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

২৬ নভেম্বর ২০২৫ - ০৭:২২ পূর্বাহ্ণ
 0
এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

রাজধানী ঢাকার জনসংখ্যা ও নগরায়ণ ক্রমাগত বিস্তৃত হচ্ছে। মানুষের ঘনত্ব ও শহরের পরিধি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক র‍্যাংকিংয়ে ঢাকা নবম স্থান থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের অবস্থানে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, ২০৫০ সালের মধ্যে ঢাকাই পরিণত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় নগরীতে।

জাতিসংঘের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। একই প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বড় শহর এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ। তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, যেখানে বাস করেন আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

বিশ্বজুড়ে বর্তমানে মোট মেগাসিটির সংখ্যা ৩৩-এ দাঁড়িয়েছে, যেখানে ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮। মেগাসিটি বলতে বোঝানো হয় এমন শহরকে, যার জনসংখ্যা ১ কোটির বেশি। এসব মেগাসিটির মধ্যে ১৯টি অবস্থিত এশিয়ায়। শীর্ষ ১০ বড় শহরের মধ্যে ৯টিই এশিয়ার—যেমন ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ জায়গা করে নেওয়া একমাত্র শহর হলো মিসরের রাজধানী কায়রো, যেখানে বসবাস করেন প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ। আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ), আর সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বড় জনবহুল নগরী হলো নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের রাজধানীমুখী হওয়া। কেউ কাজের সুযোগের সন্ধানে ঢাকায় আসছেন, কেউ বা বন্যা ও উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি এড়াতে রাজধানীতে আশ্রয় নিচ্ছেন।