৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীরা আবারও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে সেখান থেকে যমুনা অভিমুখে নতুন করে মিছিল নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে বরং পুলিশি চাপ প্রয়োগ করা হয়েছে। তবুও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে দৃঢ় অবস্থান জানান।
লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবিতে চলমান এই আন্দোলন এক মাসেরও বেশি সময় ধরে চলছে। মঙ্গলবার যমুনার উদ্দেশে যাত্রা শুরু করলে শাহবাগ এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ১৫ জন আহত হন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গায়ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণদের একটি অংশ বিক্ষোভ করেছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রগুলোতে একযোগে। পেশাগত বা কারিগরি ক্যাডারের পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। পিএসসি ২৮ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করে।