ধানমন্ডির ৩২ নম্বরে আটক ২, আরও যা ঘটছে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদের আটক করা হয়।
নির্জন আমিনের বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ৩২ নম্বরে ঢোকার পথে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ, করা হচ্ছে তল্লাশি।
বেলা ১১টার দিকে ৩২ নম্বরের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতো করতে মাঠে রয়েছে। অনেকেই স্লোগান দিচ্ছিলেন, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর।’