টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু, কমবে যানজটের ভোগান্তি

৮ নভেম্বর ২০২৫ - ০৭:২৯ পূর্বাহ্ণ
 0
টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু, কমবে যানজটের ভোগান্তি

টিটিপাড়ায় নির্মিত আধুনিক ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই এতে যান চলাচল শুরু হয়েছে, ফলে বহুদিনের ভোগান্তি ও রেলক্রসিংয়ে দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটেছে এলাকাবাসীর।

শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

নির্মাণ কর্তৃপক্ষ জানায়, আন্ডারপাসের নিচ দিয়ে ছয় লেনের সড়কের মধ্যে চার লেন যান্ত্রিক যানবাহনের জন্য নির্ধারিত। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও এতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বাকি দুই লেনে রিকশা ও সাইকেলের জন্য আলাদা পথ রাখা হয়েছে। পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য রয়েছে প্রশস্ত ফুটপাত। এর ফলে রেললাইনের উপরে ট্রেন এবং নিচে অন্যান্য যানবাহন—দুই দিকেই চলাচল হবে বাধাহীনভাবে।

এলাকাবাসীর অভিযোগ ছিল, রেলক্রসিংয়ের কারণে অল্প দূরত্ব অতিক্রম করতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হতো। অনেকে যানজট এড়াতে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতে বাধ্য হতেন। আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না আর।

তবে কিছু স্থানীয় বাসিন্দা মনে করিয়ে দিয়েছেন, আন্ডারপাসটির স্থায়িত্ব ও সুফল বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে।

তারা আরও জানিয়েছেন, কমলাপুরে মেট্রোরেলের স্টেশনের নির্মাণকাজ শেষ হলে আন্ডারপাসটির পূর্ণ সুবিধা ভোগ করা সম্ভব হবে।