নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
এবারের নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। এর অন্যতম কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু বছর ধরেই তিনি দাবি করে আসছেন, শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ব্যক্তি তিনিই। পুরস্কার ঘোষণার ঠিক আগে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা কোনো উল্লেখযোগ্য কাজ না করেই নোবেল পেয়েছিলেন এবং তার শাসনামলে দেশ ক্ষতির মুখে পড়েছিল।
নিজের অর্জন তুলে ধরে ট্রাম্প বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আটটি যুদ্ধ বন্ধ করেছেন, যা ইতিহাসে বিরল। একইসঙ্গে জোর দিয়ে জানান, নোবেল পাওয়ার উদ্দেশ্যে তিনি এসব কাজ করেননি।
ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন,
“তিনি (ওবামা) পুরস্কার পেয়েছিলেন কিছু না করেই। তারা ওবামাকে নোবেল দিয়েছিল—তিনি জানতেনও না কেন। তিনি আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া কিছুই করেননি।”
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সদ্য স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তিকেও নিজের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প দাবি করেন,
“আমি আটটি যুদ্ধ থামিয়েছি—এমনটা আগে কখনো ঘটেনি। নোবেল কমিটি যা করবে, সেটা তাদের ব্যাপার। আমি জানি, আমি এটা পুরস্কারের জন্য করিনি, করেছি মানুষের জীবন বাঁচানোর জন্য।”
বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।
অন্যদিকে, নরওয়ের অসলোতে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় (গ্রিনিচ মান সময়) এবারের নোবেল শান্তি পুরস্কারের নাম ঘোষণা করা হবে। জানুয়ারি মাসে ট্রাম্পের ওভাল অফিসে প্রত্যাবর্তনের পর থেকেই তিনি নোবেল কমিটির সিদ্ধান্তে প্রভাব ফেলতে সচেষ্ট রয়েছেন। নোবেল কমিটি সাধারণত প্রার্থীদের যাচাইয়ের ক্ষেত্রে অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের মতামতের ওপর নির্ভর করে।