ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, দল পেল বড় জয়
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। একের পর এক লিগে অংশ নিচ্ছেন তিনি। সিপিএলের পর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। আর সেখানেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দিন মরিসভিলে র্যাপটর্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে ১৮১ রানের বড় সংগ্রহ পায় আটলান্টা। জবাবে সাকিবদের বোলিং তোপে মাত্র ৮৫ রানে অলআউট হয় মরিসভিলে। সাকিব আল হাসান দেখান অলরাউন্ড নৈপুণ্য।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মরিসভিলে র্যাপটর্স। ২১ রানেই ভেঙে যায় আটলান্টা ফায়ারের উদ্বোধনী জুটি। ৯ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাগর প্যাটেল। রিশি পান্ডে, সানি প্যাটেলও এদিন ছিলেন ব্যর্থ।
একপ্রান্তে আগলে থাকা ওপেনার স্টিভেন টেইলরের সঙ্গে ৪১ বলে ৭৯ রানের জুটি গড়েন সাকিব। ৬২ বলে ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলেন স্টিভেন। ছক্কা হাঁকান ১২টি। তিন চার ও এক ছক্কায় সাকিব খেলেন ১৭ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় আটলান্টা ফায়ার।