হেল্প হেল্প’ বলে শিক্ষকের গলায় ছুরিকাঘাত ছাত্রীর বিরুদ্ধে মামলা

২১ আগস্ট ২০২৫ - ১৫:৩১ অপরাহ্ণ
 0
হেল্প হেল্প’ বলে শিক্ষকের গলায় ছুরিকাঘাত ছাত্রীর বিরুদ্ধে মামলা

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় প্রাক্তন শিক্ষার্থী সামিয়া রেজাকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী বাদী হয়ে দণ্ডবিধি আইনে এ মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা ৫৪ মিনিটে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ বছর বয়সী সামিয়া ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করতে করতে শিক্ষক মারুফ কারখীর দিকে দৌড়ে যায় এবং হঠাৎ করেই তাকে ছুরিকাঘাত করে।
 
প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মোছা. তাসনুভা রুবাইয়াত আমিন জানান, সামিয়া বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৩ সালে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়। এরপর থেকেই সে ক্ষোভ পুষে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সামিয়া জানিয়েছে, যাকে পেত তাকেই আক্রমণ করত। তবে ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।