‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ আগস্ট ২০২৫ - ০৯:৪৫ পূর্বাহ্ণ
 0
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা কলেজে। পরে বেলা ১১টার দিকে কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় উদ্যোগ শুরু হলেও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে রাজপথে নামেন।

জানা গেছে, সকাল ১০টার পর থেকে ১৮০ থেকে ২০০ জন শিক্ষার্থী ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হন। বেলা ১১টায় কলেজের ভেতর থেকে শুরু হওয়া মিছিলটি সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে অবস্থান নেয়। পরে আবার নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, কয়েকদিন ধরেই এই কর্মসূচির প্রস্তুতি চলছিল। ক্যাম্পাসে পোস্টার, ব্যানার, লিফলেটের মাধ্যমে দাবি প্রচার করা হচ্ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘সাত কলেজ’ কাঠামোর অধীনে দীর্ঘদিন অধ্যয়ন অভিজ্ঞতা ছিল অবমাননাকর। ‘অধিভুক্ত’ শব্দটি তাদের কাছে বৈষম্য ও আত্মপরিচয়হীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

তাদের আশঙ্কা, অধ্যাদেশ বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। ইউজিসি খসড়া তৈরি করে তা পাঠাবে আইন মন্ত্রণালয়ে, সেখান থেকে ফেরত এলে পুনরায় ইউজিসির পর্যালোচনা শেষে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর উপদেষ্টা পরিষদ এবং সবশেষে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তা গেজেট আকারে প্রকাশ পাবে। এই ধাপে ধাপে সময়ক্ষেপণের শঙ্কায় ছাত্ররা দ্রুত অধ্যাদেশ প্রকাশের দাবি জানান।

তারা বলেন, আমলাতান্ত্রিক ধীরগতি এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। তাই যৌক্তিক সময়সীমার মধ্যেই অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার সাতটি সরকারি কলেজ নিয়ে পৃথক একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নাম প্রস্তাব করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।