বিপ্লবের বিজয়ে নতুন ভোর, এখন সময় গণতন্ত্র ফেরানোর : এমাদুর রহমান এমাদ

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটে। ৩৬ জুলাই স্বৈরশাসকের পলায়নের মাধ্যমে বাংলাদেশ নতুন করে ফিরে পায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল চেতনা।
এই বিজয় শুধু রাজনৈতিক নয় — এটি ছিল বঞ্চিত মানুষের আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই।
আমরা, সাধারণ জনগণ, এখন চাই — সবার জন্য সমান অধিকার
একটি সুস্থ, মানবিক ও মুক্ত সমাজ
গণতন্ত্রের ধারায় দ্রুত নির্বাচন
আমাদের এই আকাঙ্ক্ষা যেন শুধু স্বপ্ন না থেকে যায় — তা বাস্তবায়নের দায়িত্ব এখন জাতির সকল বিবেকবান মানুষের। আজ আমরা গভীর শ্রদ্ধা জানাই সেই সকল শহিদদের, যাঁদের ত্যাগে অর্জিত হয়েছে এই নতুন সূর্যোদয়। তাঁদের পরিবার যেন এই দুঃসহ ক্ষতি সয়ে উঠে নতুন আশায় — এই আমাদের প্রার্থনা। আসুন, আমরা সম্মিলিতভাবে আগামীর বাংলাদেশ গড়ি — যেখানে অন্যায় নয়, ন্যায়ের শক্তিই হবে পথপ্রদর্শক। — বলেন যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি ও সংস্কৃতিক ব্যক্তিত্ব এমাদুর রহমান এমাদ।