স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় শুরু, এবার চাই মানুষের বাংলাদেশ : এস. এম. রফিক

৫ আগস্ট ২০২৫ - ১৬:৪৭ অপরাহ্ণ
 0
স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় শুরু, এবার চাই মানুষের বাংলাদেশ : এস. এম. রফিক

গণবিপ্লবের বিজয়ের পর জনগণের আকাঙ্ক্ষা — দ্রুত নির্বাচন ও সমান অধিকারের বাংলাদেশ
২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের। ৩৬ জুলাই স্বৈরশাসক পালিয়ে গেলে বাংলাদেশ নতুন করে ফিরে পায় তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা। দেশজুড়ে বিজয়ের উল্লাসের পাশাপাশি নতুন করে গড়ে ওঠে এক গণতান্ত্রিক ভবিষ্যতের প্রত্যাশা।

এই বিজয় শুধুমাত্র রাজনৈতিক একটি পরিবর্তন নয় — বরং এটি ছিল বঞ্চিত ও নির্যাতিত মানুষের আত্মমর্যাদা ফিরে পাওয়ার এক সংগ্রামী চিত্র। তাই এখন সাধারণ জনগণের চাওয়া একটাই —
সবার জন্য সমান অধিকার, একটি সুস্থ, মানবিক ও মুক্তচিন্তার সমাজ, এবং দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফেরার পথ সুগম করা।

জাতি যেন আবারো কোনো চক্রের দুঃশাসনে না পড়ে — সেই প্রত্যাশাও প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
তাঁরা মনে করেন, যারা এই গণবিপ্লবের মাধ্যমে দেশকে নতুন পথে এনেছেন, তাদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক বিবৃতিতে নাগরিক সমাজের পক্ষে —  সাবেক জাসাসের সহ-সাধারণ সম্পাদক ও গীতিকার এস. এম. রফিক বলেন  “এই বিজয় যেন শুধু উদযাপনেই সীমাবদ্ধ না থাকে — বরং এটিই হোক আমাদের নতুন যাত্রার ভিত্তি। আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সব শহিদদের, যাঁদের রক্তে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। তাঁদের পরিবার যেন এই শোকের ভার সয়ে উঠে নতুন আশার দিকে এগিয়ে যেতে পারে — সেই কামনাই করি। এখন সময় সত্যিকারের গণতন্ত্র গঠনের। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি অন্যায়মুক্ত, সমানাধিকারের বাংলাদেশ গড়ে তুলি।”