ভিসার মেয়াদ শেষেও যুক্তরাষ্ট্রে থাকলে আজীবন নিষেধাজ্ঞা-মামলার ঝুঁকি

যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
এই বার্তার সঙ্গে যুক্ত একটি ছবিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ পেরিয়ে কেউ সেখানে অবস্থান করলে পরবর্তীতে নতুন করে ভিসা পাওয়ার সুযোগ একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন তারা।
দূতাবাসের মতে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদনকারীর অভিবাসন ইতিহাস খতিয়ে দেখেন এবং অতীতের যেকোনো লঙ্ঘন তাদের দৃষ্টিগোচর হয়।
এমন সতর্কবার্তা দেওয়ার মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ মূলত বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেছে।