ইরানে বিপ্লবী বাহিনীর ঘাঁটি ও আদালতে হামলা, নিহত ১

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশতের আগলান গ্রামের কাছে দেশটির বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এ ঘটনায় অন্য একজনকে আহত হয়েছেন।
হামলাকারী দলের পরিচয় বা হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি বলেন, এই হামলাটি ওই অঞ্চলে আইআরজিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তারা এখনও অন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে শনিবার (২৬ জুলাই) সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমের বরাতে এই খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয়ে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।