বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ হিসাব দিল প্রধান উপদেষ্টার দপ্তর

২৫ জুলাই ২০২৫ - ০৭:১৯ পূর্বাহ্ণ
 0
বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ হিসাব দিল প্রধান উপদেষ্টার দপ্তর

ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সর্বশেষ চিত্র তুলে ধরেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্যে বলা হয়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ জন মারা গেছেন, এবং ৫১ জন আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিভিন্ন হাসপাতালে রোগী ও মৃতের সংখ্যার হিসাব নিম্নরূপ:

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ভর্তি ৪১ জন, মৃত ১৪

  • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ভর্তি ৮ জন, মৃত ১৫

  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ভর্তি ১ জন, মৃত ৪

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ভর্তি ১ জন, মৃত ৫

  • লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: ভর্তি ৬ জন, মৃত ১ (অজ্ঞাত পরিচয়)

  • ইউনাইটেড হাসপাতাল লিমিটেড: ভর্তি নেই, মৃত ১

  • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল: ভর্তি ১ জন, কোনো মৃত্যু হয়নি

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এই তথ্যসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর টেলিফোন বার্তার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন।

আইএসপিআর-এর সর্বশেষ তথ্যমতে, মোট ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের দেওয়া বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় প্রথমে ২২ জনের মৃত্যু হয়। পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ২৪-এ দাঁড়িয়েছে বলে তাদের দাবি।