মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত

২৪ জুলাই ২০২৫ - ১২:০৬ অপরাহ্ণ
 0
মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

এদিকে মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নাম প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হালনাগাদ তথ্য অনুসারে, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৯ জন। আর আহতদের মধ্যে ৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।