পরকীয়া ঠেকাতে ‘বোমা আছে’ নাটক, বিমানবন্দরে তোলপাড়—গ্রেপ্তার ৩

ঢাকা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাত্রারত বাংলাদেশ বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে—এমন ভুয়া তথ্য দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি জানান, এই ঘটনার পেছনে ছিল পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধ। এক যুবক তাঁর পরকীয়া প্রেমিকাকে নিয়ে নেপালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই খবর জানতে পেরে ভ্রমণ রুখতে উদ্যোগ নেন যুবকের স্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, ওই যুবকের মা সরাসরি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন করে ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দেন।
গতকাল শুক্রবার অজ্ঞাত একটি ফোনকলে ফ্লাইটে বিস্ফোরক থাকার সতর্কবার্তা পায় আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর উড়োজাহাজে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ফ্লাইটে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায় এবং ঢাকা ত্যাগ করে কাঠমাণ্ডুর উদ্দেশে। ফ্লাইটটিতে তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।