পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই বাংলাদেশের জন্য বড় সুখবর

কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়েও বড় সুখবর পেতে পারে বাংলাদেশ।
সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচে জয় এলে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ পৌঁছাবে। এই পয়েন্টই বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। ফলে সিরিজ ৩-০তে জিতলে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে আফগানদের টপকে যেতে পারে বাংলাদেশ।
অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলে পাকিস্তান ৪ রেটিং পয়েন্ট হারাবে। যদিও এতে করে তাদের র্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না, তারা শীর্ষ আটেই থাকবে।