পল্লবীতে কসমো স্কুলের পাশে ৬ তলা ভবনে আগুন

২৩ জুলাই ২০২৫ - ০৯:১৪ পূর্বাহ্ণ
 0
পল্লবীতে কসমো স্কুলের পাশে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর পল্লবীতে কসমো স্কুলের পাশে একটি ৬ তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে ৬ তলা ওই ভবনটির নিচতলায় থাকা জেনারেটর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, আগুন লাগা ভবনটি পল্লবীর কসমো স্কুল ও স্বপ্ন সুপার শপের পাশেই অবস্থিত। দুপুরে ৬ তলা ওই ভবনের নিচতলায় থাকা জেনারেটর রুমে হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।