রাজবাড়ীতে এনসিপির পথসভায় ‘ভাবি, ভাবি’ স্লোগানে মুখর জনসভা

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে এক বিশাল পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যিনি খালেদ সাইফুল্লাহর সহধর্মিণী এবং রাজবাড়ীর পুত্রবধূ হিসেবে পরিচিত।
পথসভাটি সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্যের শুরুতে দর্শকদের উজ্জীবিত করতে তাসনীম জারার উদ্দেশ্যে ‘ভাবি ভাবি’ স্লোগান দিতে অনুরোধ জানান। তার আহ্বানে সাড়া দিয়ে নেতা-কর্মীরা পুরো এলাকাজুড়ে ‘ভাবি’ স্লোগানে গলা মিলিয়ে সভাস্থল উৎসবমুখর করে তোলেন। সারজিস বলেন, “আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন সবার প্রিয় ভাবি—জারা ভাবি। রাজবাড়ীর ভাবি, অক্সফোর্ডের ভাবি, মেডিকেলের ভাবি—জোরে বলুন, রাজবাড়ীর জারা ভাবি!”
বক্তব্যে তাসনীম জারা বলেন, “আমি এই জেলার পুত্রবধূ, অর্থাৎ রাজবাড়ীই এখন আমার নিজ বাড়ি। এ জেলার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তাতে অভিভূত।” তিনি আরও বলেন, “রাজবাড়ী একটি সম্ভাবনাময় জেলা, তবে এটি অনেকক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। বিশেষ করে এখানকার স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা দুর্ভাগ্যজনক। জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যার টেকসই সমাধানে কাজ করতে চায়।”
এই পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দেশের সার্বিক উন্নয়ন, রাজনৈতিক সচেতনতা ও জনগণের অধিকারের বিষয়েও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের পুরো সময় জুড়েই ছিল প্রাণবন্ত অংশগ্রহণ, স্লোগানে সাড়া এবং উৎসবমুখর পরিবেশ।