ভুটানি লিগে ফুটবল দাপট, সাবিনাদের ২২-০ গোলের দুর্দান্ত জয়

ভুটান নারী ফুটবল লিগে ফুটসিলিং এএফসি-র বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশের তারকায় ভরপুর পারো এফসি। ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২২ বার—যার মধ্যে ৭টি গোল করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। দলের হয়ে সর্বোচ্চ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দাপট দেখাতে থাকে পারো এফসি। প্রথমার্ধেই দলটি ১১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রেখে আরও ১১ গোল করে প্রতিপক্ষকে মাঠ থেকে একেবারে বিদায় করে দেয় সাবিনা-ঋতুপর্ণারা।
এই জয়ের পেছনে বাংলাদেশি ফুটবলারদের ছিল উল্লেখযোগ্য অবদান। সাবিনার ৭ গোল ছাড়াও ঋতুপর্ণা করেন ৬টি, সুমাইয়া ৪টি এবং মনিকা ২টি গোল। অর্থাৎ পারো এফসির ২২ গোলের মধ্যে ১৯টিই এসেছে বাংলাদেশি ফুটবলারদের পা থেকে।
খেলা জুড়ে ফুটসিলিং এএফসি ছিল ব্যাকফুটে। পারো এফসির টানা আক্রমণে রক্ষণভাগ ভেঙে পড়ে শুরুতেই। প্রথমার্ধে গোল হজমের পর দ্বিতীয়ার্ধেও তারা কিছুতেই গতি ফেরাতে পারেনি, বরং প্রতিপক্ষের গোল উৎসবেরই সাক্ষী হয়ে থাকে।
উল্লেখ্য, পারো এফসির আগের ম্যাচে বাংলাদেশের সুমাইয়া ম্যাচসেরা হয়েছিলেন। এবার সেই সম্মান পেয়েছেন সাবিনা খাতুন। ফলে ধারাবাহিকভাবে ভুটানি লিগে দাপট দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।