‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ লড়াই’ — আসিফ মাহমুদ

১৮ জুলাই ২০২৫ - ০৭:২৪ পূর্বাহ্ণ
 0
‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ লড়াই’ — আসিফ মাহমুদ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের নাম, যা শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এই কর্মসূচিটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজন করা হয়।

তিনি বলেন, "আজকের এই প্রতীকী দৌড়ে আমাদের কারো বিশেষ প্রশিক্ষণ ছিল না, যেমনটা জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিলেন, তাদেরও ছিল না। অথচ তারা জীবন বাজি রেখে লেথাল ওয়েপনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।"

আসিফ মাহমুদ আরও বলেন, "এই দেশপ্রেমই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। সেই আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এখন আমাদের দায়িত্ব, সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের পথে সবাইকে এগিয়ে আসা।"

প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ প্রায় সাত শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যময় করে তোলে।