বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘সিরিজ নির্ধারণী’ ম্যাচে বৃষ্টির শঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো অধরা। তবে আজ (মঙ্গলবার) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই স্বপ্নপূরণের হাতছানি নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। অর্থাৎ, এই ম্যাচ জয় মানেই ইতিহাস। আর সেই ইতিহাসের সামনে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া।
পাল্লেকেলে মাঠে বৃষ্টির হানা নতুন কিছু নয়। গেল কয়েক বছরে এ ভেন্যুতে বেশ কিছু ওয়ানডে ম্যাচই আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। ২০২৩ সালের নভেম্বরেই এই মাঠে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এর আগেও ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজে প্রতিটি ম্যাচে ওভার কমাতে হয়েছিল। তাই আজকের ম্যাচেও বৃষ্টি হানা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে আবহাওয়া যাই হোক, মাঠের ভেতরের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ। পাল্লেকেলের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য সহায়ক হয়ে ওঠে ইনিংস যতই গড়ায়। প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৪২ হলেও দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে জয় পাওয়ার নজির বেশি। সে হিসেবে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের ম্যাচে।