যে মামলা ঘিরে দেশ ছাড়তে বাধ্য হন এস কে সিনহা, তা স্থগিত করলেন আপিল বিভাগ

যে ঘটনাকে কেন্দ্র করে এস কে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনার সরকার, সেই নিম্ন আদালতের শৃঙ্খলাবিধি গ্রহণ করতে দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৯ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই সাথে আপিল বিভাগ বলেন, এ রায়ের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা রইলো না।
১৯৯৯ সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক। কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার। শেষে দেশ ছাড়তে বাধ্য হন।
যদিও এস কে সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেওয়া হয়।
আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেলো মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যার রায় দিলেন আপিল বিভাগ।
এ রায়ের ফলে কি হবে তা জানতো চাইলে আইনজীবী শিশির মনির বললেন, এখন ১১৬ অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোন বাধা নেই।
কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এস কে সিনহার, তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস কে সিনহা। সেটি আপিল বিভাগে তুলে ধরা হয়।