কাশ্মীর হামলার দৃশ্যের নাম করে ছড়ানো হচ্ছে এআই–ছবি!

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। ভয়াবহ এই ঘটনার কিছুক্ষণ পর একটি ছবি হামলার ‘পরবর্তী দৃশ্য’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দাবির সঙ্গে ছড়ানো ছবিটি বাস্তব হামলার দৃশ্য নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—রিউমর স্ক্যানার টিমের ফ্যাক্টচেকে উঠে এসেছে এমন তথ্য।
মেটা এআই হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম। এটি ২০২৩ সালে চালু হয়। মেটা এআই দিয়ে ছবি তৈরি, লেখালেখি, প্রশ্নোত্তরসহ নানা ধরনের কনটেন্ট তৈরি করা যায়। এই এআই দিয়ে তৈরি ছবিতে সাধারণত এমন জলছাপ দেখা যায়, যা কনটেন্টটি মেটা এআই ব্যবহার করে তৈরি হয়েছে তা বোঝাতে সাহায্য করে।
ছবিটির আরও গভীর বিশ্লেষণে রিউমর স্ক্যানার পর্যবেক্ষণ করে দেখে যে, তাতে একাধিক এআই-সংক্রান্ত ত্রুটি বিদ্যমান। যেমন মানুষের অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ, অস্বচ্ছ ছায়া ও আলো এবং অনিয়মিত পটভূমি, যা এআই-চিত্রে সাধারণত দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পরের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।