বর্ষার শুরুতেই আগ্রাসী রুপে যমুনা, দুঃশ্চিন্তায় নদী পাড়ের মানুষ

বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রুপে যমুনা নদী। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে আসা পানিতে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামে। এতে দুঃশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষ। তবে পানি বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হওয়ার ভাঙনের তীব্রতা কমেনি। গত কয়েক দিনের টানা বর্ষণে আবারও ভাঙন দেখা দিয়েছে। এখন নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে নদীর পুরাতন তীর রক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে।
এলাকাবাসীরা বলছে, এই ভাঙন অব্যহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারী, শিমলা, পাঁচ ঠাকুরিসহ বেশ কয়েকটি গ্রাম। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের।