গাজায় ৭ ইসরায়েলি সেনার করুণ পরিণতির তথ্য জানালো আইডিএফ

সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত ছয় সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে সপ্তম সেনার নিহতের খবর তার পরিবারকে এখনও না জানানোর কারণে তার নাম গোপন রাখা হয়েছে।
মঙ্গলবার রাতে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় একই ইউনিটের অষ্টম সেনাও গুরুতর আহত হন এবং তার চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী।
নিহত ছয় ইসরায়েলি সেনা হলেন— লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), সার্জেন্ট শাহার মানোভ(২১) এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন (২০)।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্ত অনুযায়ী, খান ইউনিসে সেনারা যখন গাড়ি চালাচ্ছিল তখন একজন ফিলিস্তিনি যোদ্ধা পুমা সাঁজোয়া কমব্যাট ইঞ্জিনিয়ারিং গাড়িতে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালায়। এতে গাড়িটি বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়। ভেতরে থাকা সব সেনা আগুনে পুড়ে মারা যায়। তাদের পোড়া দেহাবশেষ পরে টেনে বের করা হয়।
এর আগে মঙ্গলবার গাজার উত্তরে জাবালিয়ায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি করে।