কখন সম্পর্ক থেকে সরে আসা জরুরি?

প্রত্যেক সম্পর্কের শুরুতেই থাকে উচ্ছ্বাস, ভালোবাসা আর গভীর টান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কেই দেখা দেয় ফাটল। কখনও তা ধীরে ধীরে জমে ওঠা ক্ষোভ আর অভিযোগ থেকে, আবার কখনও মানসিক দূরত্বই সম্পর্কের ভিত নড়বড়ে করে তোলে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন সচেতনতা জরুরি, তেমনই কিছু স্পষ্ট লক্ষণ দেখা গেলে সিদ্ধান্ত নেওয়াও প্রয়োজন—সময় থাকতে সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয়।
১. বন্ধুত্বের অবসান
একটি সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো বন্ধুত্ব। যখন সেই বন্ধুত্ব হারিয়ে যায়, তখন সম্পর্ক শুধুই আনুষ্ঠানিকতায় আটকে পড়ে। একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলার জায়গা না থাকলে এবং মানসিক দূরত্ব বাড়তে থাকলে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
২. কথা শোনার অনীহা
যদি দেখেন, আপনার সঙ্গী আপনার কথা গুরুত্ব দিয়ে শোনেন না কিংবা সময় দেন না, তাহলে বিষয়টি উপেক্ষা করার নয়। মান-অভিমান, অভিজ্ঞতা কিংবা আবেগ ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তাই যদি উপেক্ষিত হয়, তাহলে সেই সম্পর্ক আর মানসিক শান্তি দিতে পারে না। প্রয়োজনে পাশে না থাকলে কিংবা সহানুভূতির অভাব থাকলে সম্পর্ক অনেকটাই অর্থহীন হয়ে পড়ে।
৩. পারস্পরিক সম্মানের অভাব
ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সম্পর্কের মধ্যে একে-অন্যের প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়, তাহলে সম্পর্কের স্বাস্থ্যও নষ্ট হয়। ঝগড়া, রাগ কিংবা ঠাট্টা থাকা স্বাভাবিক, কিন্তু সেগুলোর মধ্যেও যদি পারস্পরিক সম্মান বজায় না থাকে, তবে তা ধীরে ধীরে ভুল বোঝাবুঝির জন্ম দেয় এবং একসময় সম্পর্ক ভেঙে পড়ে।