লোভ, অনিয়ম ও দুর্নীতির বাইরে থেকে দেশের জন্য কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৩১ মে) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত “Manifesto Talk: Youth, Environment and Climate” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বায়ুদূষণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, সরকার ইতিমধ্যে তিনটি বড় উদ্যোগ নিয়েছে পুরনো বাস অপসারণ, ইলেকট্রিক যানবাহন চালু এবং ঢাকার চারপাশে নতুন ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা উন্নয়ন চাই, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়। জলাশয় ভরাট, পাহাড় কাটা ও বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা চলবে না। উন্নয়ন পরিকল্পনায় প্রকৃতির সম্মান রাখতে হবে।
পলিথিন বন্ধে নাগরিকদের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, সকলের দায়িত্ব। বাজারে গেলে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন- এটা গণতান্ত্রিক দায়িত্ব।
বর্জ্য ব্যবস্থাপনায় তিনি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তিনটি মডেল প্রকল্প নেয়ার প্রস্তাব দেন। সিঙ্গল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধের তাগিদ দিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই, পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, আমিনবাজার ও মাতুয়াইলের ময়লার স্তূপে আগুন থেকে যে ধোঁয়া তৈরি হয়, তা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এতে আশপাশের মানুষ ফুসফুস ক্যানসারের ঝুঁকিতে পড়ছে, এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
গাছ সংরক্ষণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, রাস্তা সম্প্রসারণের নামে পুরনো গাছ কাটা যাবে না। গাছ রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তিনি জানান, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ।
এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩০০’র বেশি তরুণ জলবায়ুকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা তাদের দলের পক্ষ থেকে পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অবস্থান তুলে ধরেন এবং জানান, আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে এই ইস্যুগুলোকে গুরুত্ব দেয়া হবে।
এই ‘মেনিফেস্টো টক’ এর আয়োজন করে দেশের ১৬টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনের সমন্বয়ে গঠিত ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন, যারা জলবায়ু আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।