১৯ জুলাই ২০২৪ দুপুরটা ছিল রোদঝলমলে, কিন্তু বাতাসে ছিল অস্থিরতা। উত্তাল আন্দোলনের মাঝে অনেকেই গেয়েছিল নতুন বাংলাদেশের স্বপ্ন, কেউবা হাতে নিয়েছিল প্ল্যাকার্ড, কেউবা কলম। কিন্তু উত্তরা ৯ নম্বর সেক্টরের এক শান্ত বারান্দায় দাঁড়িয়ে থাকা কিশোরী নাঈমা সুলতান...