ফেসবুক সয়লাব বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরে

মারা গেছেন বর্ষা চৌধুরী। দুপুরের পর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর এমন খবর প্রকাশ হয়েছে। অনেকেই পোস্ট দিয়ে বর্ষার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন, কেউ দিচ্ছেন ভিডিও বার্তা। তবে এই খবরের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্ষার পরিবারের পক্ষ থেকেও মেলেনি কোনো তথ্য।
অনেক উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা গায়িকা বর্ষা চৌধুরীর পরিচিত ও ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের স্মৃতিচারণ করে বর্ষার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন।
অনেক দর্শক মন্তব্য করছেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উৎরাই হার মানায় সিনেমার গল্পকেও। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার ছিল এটি।
দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা। পাত্রও ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি।