‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অসুস্থ প্রায় অর্ধশতাধিক, চিকিৎসা সেবা দিচ্ছে ১০টি মেডিকেল বুথ

১২ এপ্রিল ২০২৫ - ১২:৩৬ অপরাহ্ণ
 0
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অসুস্থ প্রায় অর্ধশতাধিক, চিকিৎসা সেবা দিচ্ছে ১০টি মেডিকেল বুথ

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন লাখো জনতা। তবে প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। অসুস্থের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। 

অসুস্থদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম। এছাড়া ১০টি জরুরি মেডিকেল বুথ কাজ করছে। প্রতিটি বুথে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঠাণ্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা অসুস্থদেরকে মেডিক্যাল ক্যাম্পে নিয়ে আসছেন। বুথগুলো থেকে প্রাথমিক চিকিৎসা ছাড়াও বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্বেচ্ছাসেবকদের একজন বলেন, অনেক লোক গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে মেডিক্যাল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হলে হাসপাতালে পাঠানো হচ্ছে।