আনুষ্ঠানিকভাবে গুলশানে তারেক রহমানের অফিস কার্যক্রম শুরু
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিনের মাথায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক অফিস কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। একপর্যায়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গুলশান কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন তারেক রহমান।
এদিকে গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিক অফিস শুরু করায় নেতাকর্মীরা এখন আরও উজ্জীবিত হবেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারেক রহমানের আনুষ্ঠানিক অফিস শুরু প্রসঙ্গে তিনি বলেন, রোববার প্রথমবারের মতো তিনি গুলশান কার্যালয়ে এসেছেন। এতে করে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।
অন্যদিকে গুলশান কার্যালয়ে অফিস শুরুর পর ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকও করেছেন তারেক রহমান। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমানকে পেয়ে জনগণের পাশাপাশি নেতাকর্মীরাও অনেক খুশি। দেশের সমস্যা-সংকট নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে ঢাকার ট্রাফিক ব্যবস্থা ও নাগরিক সুবিধা ও পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে জনগণের কাছে যাবেন তারেক রহমান। ঢাকার বাইরেও সফর করবেন। গুলশান কার্যালয়ে অফিস করবেন। দেশ নিয়ে তার যে প্ল্যান (পরিকল্পনা) সেগুলো শুধু প্ল্যান নয়, বাস্তবায়ন করা হবে।
এদিকে অনানুষ্ঠানিক ওই বৈঠকে নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বৈঠকে নির্বাচনসহ সাংগঠনিক নানা বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না বলেও জানিয়েছেন তিনি।