আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সিদ্ধান্তমূলক ম্যাচে অনন্য এক বিশ্ব রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি ইনিংসজুড়ে মোট ৫টি ক্যাচ গ্রহণ করেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কৃতিত্ব।
যদিও টি–টোয়েন্টির ইতিহাসে এর আগে আরও কিছু ক্রিকেটার পাঁচটি ক্যাচ নিয়েছেন, তবে পূর্ণ সদস্যভুক্ত দেশের কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এই অর্জন এবারই প্রথম। এ ফরম্যাটে টেস্ট–অধিভুক্ত কোনো দেশের ক্রিকেটার এমন নজির স্থাপন করতে পারেননি।
তানজিদের অসাধারণ ফিল্ডিং পারফরম্যান্স ম্যাচের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একই সঙ্গে তার নাম যুক্ত হলো বিশ্ব রেকর্ডধারীদের তালিকায়।
বিস্তারিত আসছে…